• শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জৈষ্ঠ ১৪২৯

সারা দেশ

সেনবাগে কৃষকদের মাঝে হারবেষ্টার মেশিন বিতরণ

  • ''
  • প্রকাশিত ৩০ এপ্রিল ২০২৪

সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি:

নোয়াখালীর সেনবাগে কৃষকদের মাঝে ধান কাটার আধুনিক যন্ত্র হারবেষ্টার মেশিন বিতরণ করা হয়েছে। দেশব্যাপী যখন চলছে প্রচন্ড তাপদাহ ও বৈরি আবহাওয়া এবং শ্রমিক সংকটে খেতের ধান কেটে ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। ঠিক তখনই সেনবাগ উপজেলা কৃষি সম্প্রসারণ দপ্তরের উদ্যোগে ভর্তুকি মূল্যে ৫জন কৃষকদের মাঝে কম্বাইন্ড হারবেষ্টর মেশিন (আধুনিক ধান কাটার যন্ত্র) বিতরণ করা হয়। দুপুরে উপজেলা কৃষি সম্প্রাসারণ অধিদপ্তরের সামনে পাঁচ কৃষকের হাতে পাঁচটি কম্বাইন্ড হারবেষ্টার মেশিনের চাবি আনুষ্ঠানিক ভাবে তুলে দেন,সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার জিসান বিন মাজেদ ও উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রেজাউল করিম। এসময় উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তাসহ উপকার ভোগীরা।

জানাগেছে, আধুনিক ধান কাটার যন্ত্র কম্বাইন্ড হারবেষ্টার মেশিন দিয়ে প্রতিদিন ৫ থেকে ৬ কানি জমিনের কাটা যায। এমেশিনগুলো সুবিধা হচ্ছে এক মেশিন দিয়ে ধান কাটা, ঝাড়া, মাড়াই, ধান বস্তায় ভরার ও সারি বদ্দ ভাবে ধানের খড় জমিনে রেখে দেওয়ার কাজও করা হয়। বিগত দুই বছরে সেনবাগে আরো ৮টি হারবেষ্টার মেশিন বিতরণ করা হয়েছিলো। সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন কৃষকরা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads